বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিজের ধর্ম নিয়ে এসব করুন, সাইফকে মুকেশ

বিনোদন ডেস্ক

১৮:১৪, ৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:২১, ৯ ডিসেম্বর ২০২০

৫৯৭

নিজের ধর্ম নিয়ে এসব করুন, সাইফকে মুকেশ

রাবণকে ‘নায়ক’ অ্যাখ্যায়িত করে বেকায়দায় পড়েছেন বলিউড সুপারস্টার সাইফ আলি খান। কয়েক দিন আগে তাকে একহাত নেন বিজেপি নেতা রাম কদম। এবার নবাবকে ধুয়ে দিলেন জাঁদরেল বলি অভিনেতা মুকেশ খান্না। বললেন, নিজের ধর্ম নিয়ে এসব করুন।

শুরু থেকেই বিজেপি ঘেঁষা অভিনেতা মুকেশ। স্বভাবতই সনাতন হিন্দু ধর্মের পৌরাণিক চরিত্র নিয়ে সিনেমায় কাটাছেঁড়া ভালো চোখে দেখেন না তিনি। বরাবরের মতো আসন্ন ছবি ‘আদিপুরুষ’ নিয়ে সাইফের মন্তব্যের পাল্টা জবাব দিলেন ‘শক্তিমান’।

রাবণকে ‘দয়ালু’অ্যাখ্যা দিয়ে সিনেমায় সীতা অপহরণকে সুনজরে দেখানোর কথা বলেন সাইফ! ফলে সমালোচনার ঝড় ওঠে। অবশ্য এরই মধ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। 

সাইফ বলেন, আমার বক্তব্য আমি ফিরিয়ে নিচ্ছি। আমি নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছি। রাম আমার কাছে সবসময়ই হিরো। মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই ও জয় ‘আদিপুরুষের’ মূল বিষয়বস্তু। এই ছবিতে কোনোরকম ধর্মীয় বিকৃতি করা হয়নি। 

তবে তাতেও বরফ গলেনি। ‘ইয়ে দিল্লাগি’ খ্যাত তারকাকে ধুয়ে দিলেন মুকেশ। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

তাতে মুকেশ বলেন, বারবার আমাদের (হিন্দু) ধর্মকে আক্রমণ করে সিনেমা তৈরি হচ্ছে। কয়েকদিন আগে ‘লক্ষ্মী বম্ব’ নিয়ে বিতর্ক হয়েছে। এবার আরেকটা তীর ছুটে এলো। সবে নিজের আসছে ছবি ‘আদিপুরুষ’ নিয়ে এক সাক্ষাৎকারে আপত্তিকর কথা বলেছেন সাইফ। তাতে রাবণের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

তিনি বলেন, ছবিতে রাবণ শয়তান নয়, সে মানুষ। তাকে দয়ালু হিসেবে দেখানো হবে। অন্য ধর্ম নিয়ে কেউ এমন পরিবর্তন করে দেখাক তো? মন্দকে ভালো আর ভালোকে মন্দ হিসেবে দেখাক? একটা বিষয় মাথায় রাখুন, রাম কখনও রাবণ হতে পারেন না। আবার রাবণও রাম হতে পারে না। তাহলে রাবণকে দয়ালু হিসেবে দেখানোর কথা আসছে কীভাবে? নেপথ্যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে?

সাইফকেও কটাক্ষ করতেও ছাড়েননি মুকেশ। তিনি বলেন, একবার তীর ছুড়ে, কাউকে ঘুষি মেরে কিংবা বোমা দিয়ে উড়িয়ে দিয়ে স্যরি বললেই হয় না। ইংরেজরা সত্যিই সুন্দর একটি শব্দ তৈরি করেছে। কিন্তু আমরা তা মানছি না। বলার আগে ভেবে দেখেননি কেন?

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank