হাজার কোটি রুপির দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দর
হাজার কোটি রুপির দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দর
হাজার কোটি রুপির অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর। তাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করবে ভারতের উড়িষ্যার অর্থনৈতিক অপরাধ দমন শাখা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে প্রতারণার জাল বিস্তার করেছিল সোলার টেকনো অ্যালায়েন্স নামের একটি কোম্পানি। সেই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে গোবিন্দকে।
বলিউড এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন তিনি। আর সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উড়িষ্যার অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মকর্তা জেএন পঙ্কজ জানান, খুব শিগগিরই অভিনেতা গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিম মুম্বাইতে যাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য।
গেল জুলাইয়ে গোবিন্দ ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন উল্লেখ করে এই কর্মকর্তা আরও বলেন, গোবিন্দ এ ঘটনায় অভিযুক্ত বা সন্দেহভাজন নন। তবে যদি দেখা যায়, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাকে সাক্ষী হিসাবে পেশ করা হবে।
অভিনেতার মুখপাত্র বলেন, গোবিন্দ কোনোভাবেই এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। অর্ধসত্য খবর পেশ করা হচ্ছে। একটি এজেন্সির মারফত তিনি গোয়ার ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, ওই সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!