হাসপাতালে আফজাল হোসেন
হাসপাতালে আফজাল হোসেন
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন তিনি। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু মাসুম বাশার।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন অভিনেতা। গতকাল সোমবার রাতে অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় তাকে।
এ প্রসঙ্গে মাসুম বাশার বলেন, ‘আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।’
এদিকে আজ মঙ্গলবার আফজাল হোসেনের অংশ নেওয়ার কথা ছিল শিহাব শাহীনের একটি ওয়েব সিনেমার শুটিংয়ে। বিষয়টি উল্লেখ করে নির্মাতা বলেন, ‘‘আজ (৫ সেপ্টেম্বর) থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।’’
তার অসুস্থতায় শুটিং বাতিল করা হয়েছে জানিয়ে শিহাব শাহীন আরও বলেন, ‘আফজাল ভাই অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।’
ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র কেন্দ্রীয় চরিত্রে আছেন আফজাল। এরইমধ্যে শুরু হয়েছে শুটিংয়ের কাজ। এর আগে শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। আজ দেশে দৃশ্যধারণের কথা ছিল। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!