বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুভ জন্মদিন গিটারের জাদুকর

১৪:২৭, ১৬ আগস্ট ২০২০

আপডেট: ১৪:২৯, ১৬ আগস্ট ২০২০

১২৮৬

শুভ জন্মদিন গিটারের জাদুকর

বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম সেরা কন্ঠ তিনি। যাদের হাত ধরে দেশের ব্যান্ড সঙ্গীত তারুণ্যের ঝংকারে পরিণত হয়েছে তিনি তাদের একজন। যিনি গিটার হাতে তুলে নিলে বদলে যেত চারপাশ। তাকে ধরা হয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ গিটারিস্ট। তার প্রতিষ্ঠিত এলআরবি দেশের অন্যতম সেরা ব্যান্ডদল। তিনি আর কেউ নন আইয়ুব বাচ্চু।

১৯৭৬ সালে ব্যান্ডসঙ্গীতের সঙ্গে যে যাত্রা তিনি শুরু করেছিলেন তা শেষ হয় ২০১৮ সালে এসে। গানের সাথে তার এই ৪২ বছরের দীর্ঘ যাত্রা ছিল সফলতা আর শ্রোতাদের ভালবাসায় ভরপুর। নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন দেশের ব্যান্ডসঙ্গীতের অন্যতম আইকন হিসেবে। নিজের গান ধ্র“ব তারা’র মতো তিনিও ধ্র“ব তারা হয়ে থাকবেন আমাদের সঙ্গীতের আকাশে।

বেঁচে থাকলে আজ তিনি ৫৮ তে পা দিতেন।

শুভ জন্মদিন এবি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank