মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা ববিতা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:১৪, ৫ আগস্ট ২০২৩

৪১৬

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা ববিতা

যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে’ আজীবন সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা।

ববিতাকে ঘিরেই প্রথমবারের মতো (৪ আগস্ট) শুরু হয়েছে ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’। উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ববিতা অভিনীত আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমাটি।

এ ছাড়া সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ সিনেমাটিও প্রদর্শিত হবে। এতেও অভিনয় করেছিলেন ববিতা। ৬ আগস্ট পর্যন্ত ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে উৎসবটি চলবে।

আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর, যা শুরু হয়েছে শুক্রবার। ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই উৎসবটি শুরু হয়। এটি উদ্বোধনও করবেন ববিতা। জানা গেছে, আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে ববিতা বলেন, যেকোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা কাজের মূল্যায়ন চায়। সেটা যদি পায় তাহলে তৃপ্তি, কাজের আগ্রহ আরও বেড়ে যায়। এ উৎসবে সবকিছু বলা যায় আমাকে ঘিরেই হচ্ছে। তাই বেশ ভালো লাগছে। বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কারও পেয়েছি। সব সম্মাননাই আমার কাছে অনেক গৌরবের।

ববিতা গত দুই মাসেরও বেশি সময় কানাডায় তার ছেলে অনিকের কাছে ছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে গেছেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank