মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮৩ কোটি বাজেটের বাংলাদেশের সিনেমা, মুক্তি পাবে ২৫ আগস্ট

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৩৬, ১৮ জুলাই ২০২৩

৪০৩

৮৩ কোটি বাজেটের বাংলাদেশের সিনেমা, মুক্তি পাবে ২৫ আগস্ট

দেশের জনপ্রিয় গোয়েন্দা গল্প, বিশাল বাজেট, দেশ-বিদেশের তারকা- এমন আরও বিভিন্ন কারণে ‘এমআর-৯’ ছবিটি দর্শকের আগ্রহ সৃষ্টি করেছে। মাস দুয়েক আগে সিনেমাটির টিজার প্রকাশ হলেও মুক্তির খবর এলো গতকাল।

হলিউড ধাঁচে বানানো ছবিটি আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী ‘এমআর-৯’ মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সোমবার রাতে ছবির একটি পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখটি জানানো হয়।

‘এমআর-৯’এর পোস্টারে ছবির কেন্দ্রীয় চরিত্রের শিল্পী এবিএম সুমনকে দেখা গেছে। তিনি এখানে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন। তার রহস্যময়, সুক্ষ্ম চাহনি আর ঘাড় ঘুরিয়ে তাকানোর পোস্টারটি পাচ্ছে দর্শকের বাহবা।

এবিএম সুমন ছাড়াও ছবিতে বাংলাদেশি রয়েছেন তিনি শহীদুল আলম সাচ্চু। এছাড়া অভিনয় করেছেন মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।

‘এমআর-৯’ পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর।  তিনি জানান, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট। এই সিনেমায় থেকে আমি সবচেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করেছি। আমিসহ অনেকের শৈশবের নায়ককে বড়পর্দায় নিয়ে আসার এই প্রজেক্টে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। সিনেমাটি দর্শকদের জন্য এবং এটি এখন একটি জাতির জন্য ইতিহাস।’

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। সেই হিসাবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank