রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

 অস্কারজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১১:১৭, ১৬ জুন ২০২৩

৪৩৫

 অস্কারজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন মারা গেছেন

অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। বৃহস্পতিবার  মারা যান এ অভিনেত্রী।

গ্লেন্ডা মঞ্চে ও পর্দায় দীর্ঘদিন অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি ছিল তার। যুক্তরাজ্যের আইনপ্রণেতা হিসেবে রাজনীতিতে এসেছিলেন তিনি।

বিবিসি সূত্র বলছে, অস্কারজয়ী এ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহঅভিনেতা মাইকেল কেইন। তিনি বলেন, আমাদের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী গ্লেন্ডা মারা গেছেন।

গ্লেন্ডা সদ্যই ‘দ্য গ্রেট এস্কেপার’ সিনেমার শুটিং সম্পন্ন করেন। সিনেমাটি শিগগিরই মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি দেখে যাওয়া হলো না অভিনেত্রীর।

১৯৩৬ সালের উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বিরখেনহেড জন্ম এ অভিনেত্রীর। লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন গ্লেন্ডা। অভিনয়গুণে ১৯৬০ থেকে ১৯৭০ সালে ব্রিটিশ অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম তারকা হয়ে উঠেছিলেন।
পর্দার বাইরে রাজনীতিতেও নাম লেখিয়েছিলেন গ্লেন্ডা। ১৯৯২ সালে সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছিলেন। লেবার পার্টির একজন আইনপ্রণেতা হিসেবে ২৩ বছর দায়িত্ব পালন করেন।

এর পর ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রথম সরকারের সময় পরিবহণমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তবে অভিনয়ে ফেরার পর উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘কিং লায়ার’-এ তার অভিনয় মুগ্ধ করে সবাইকে, যা ব্যাপক প্রশংসিত হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে ‘এলিজাবেধ ইজ মিসিং’-এ ৩০ বছর পর দেখা গিয়েছিল ব্রিটিশ এ অভিনেত্রী।

২০০৫ সালে সংসদ ছেড়ে ফের অভিনয়ে ফিরে আসেন গ্লেন্ডা। এর আগে ২০০৩ সালে ইরাক আক্রমণের জন্য ব্লেয়ারের সঙ্গে মতবিরোধ হয় তার। জাতিসংঘের অনুমতি না নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে নামার সিদ্ধান্ত ব্যথিত করেছিল গ্লেন্ডাকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank