অ্যাম্বারের ক্ষতিপূরণের টাকা দান করে দিলেন জনি
অ্যাম্বারের ক্ষতিপূরণের টাকা দান করে দিলেন জনি
প্রাক্তন স্বামী হলিউড তারকা জনি ডেপের মানহানির মামলায় হেরে ১ মিলিয়ন ডলার জরিমানা দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। অ্যাম্বারের কাছ থেকে পাওয়া সেই অর্থ নিজের কাছে না রেখে পুরোটাই দাতব্য সংস্থায় দান করেছেন জনি।
মঙ্গলবার ওই সূত্র নিশ্চিত করে যে ডেপ এই টাকা দান করার জন্য ৫টি দাতব্য সংস্থাকে বেছে নিয়েছেন। এর মধ্যে রয়েছে মেক-আ-ফিল্ম ফাউন্ডেশন, দ্য পেইন্টেড টার্টল, রেড ফেদার, মার্লন ব্র্যান্ডোর টেটিয়ারোয়া সোসাইটি চ্যারিটি এবং আমাজনিয়া ফান্ড অ্যালায়েন্স। প্রতিটি সংস্থাকে ২০০,০০০ ডলার করে দান করবেন ডেপ।
জানা গেছে, জনির জন্য এই এক মিলিয়ন জোগাড় করতে বীমা কোম্পানির সহায়তা নিতে হয়েছিল অ্যাম্বারকে। মামলায় হারার পর ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক প্রদানের জন্য অ্যাম্বারকে আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু এই অভিনেত্রী এত অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। সেইসঙ্গে এক মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার সক্ষমতা প্রকাশ করেন। অ্যাম্বারের এ আকুতি কানে নিয়েই মীমাংসা করেন আদালত।
জনি-অ্যাম্বারের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর থেকেই আদালতে তারা একে অন্যের প্রতি অভিযোগ করেছেন। প্রথমে অ্যাম্বার জনির বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। এরপর জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন দিতে হয় অ্যাম্বারকে।
আরও পড়ুন
জনপ্রিয়
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!