কনসার্টে সোনু নিগমের ওপর হামলা
কনসার্টে সোনু নিগমের ওপর হামলা
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের ওপর হামলা করা হয়েছে। এতে তিনি ও তার সঙ্গীরা আক্রান্ত হয়েছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গেছে। এই ঘটনায় তার বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানা গেছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু নিগম। সেসময় সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠান চলাকালে বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও।
জানা গেছে, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগাধ্যমে ভাইরাল হয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত খবরে প্রত্যক্ষদর্শীদের সূত্রে বলা হয়েছে, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে এবং সোনুর মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনুকে ধরতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। রব্বানিকে এরপর ধাক্কা মারেন অভিযুক্ত।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নিচে পড়ে যান তিনি। এই ঘটনায় গায়কের কোনো আঘাত লাগেনি। তবে তাকে বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন। রব্বানি খান সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তাফা খানের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!