বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’, জানালেন শাহরুখও!
বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’, জানালেন শাহরুখও!
বাংলাদেশে শাহরুখের সিনেমা পাঠান মুক্তি দেওয়া নিয়ে চলছিল তোরজোর। হচ্ছিল নানা আলাপ-আলোচনা। কেউ কেউ বেঁকে বসেছেন, কেউ আবার পাঠান মুক্তি দিতে সাগ্রহে বসে আছেন। তবে ঠিক কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি এখনও। আর একটি ধাপ পেরোলে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি। এর মধ্যেই বাংলাদেশে পাঠান মুক্তি নিয়ে বক্তব্য দিলেন কিং খান।
বাংলাদেশি এক ভক্তের প্রশ্নের জবাবে টুইটারে শাহরুখ খান বলেন, ‘আমাকে জানানো হয়েছে দ্রুতই সেখানে পাঠান মুক্তি পাবে।’
তার আগে রবিবার তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে উপমহাদেশের সিনেমা মুক্তির বিষয়ে জানানো হয়েছে। এর আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই সেখানে ছিলেন।
তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। মুক্তির তিন সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে ছবিটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, এ পর্যন্ত ভারতে মোট আয় ৫০২ কোটি ৮৫ লাখ রুপির বেশি আয় করেছে। আর বিশ্বব্যাপী আয় ৯৭১ কোটি রুপিরও বেশি। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!