শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এই চোখ দুটো মাটি খেয়ো না...!

২৩:৪৯, ৬ জুলাই ২০২০

আপডেট: ২০:৩৪, ৭ জুলাই ২০২০

১৪১৪

এই চোখ দুটো মাটি খেয়ো না...!

দেশের খ্যাতিমান সংগীতশিল্পী এণ্ড্রু কিশোর আর নেই। মরণব্যাধী ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই শিল্পী। এর আগে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি।

সংগীতশিল্পী হিসেবে মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্লেব্যাক সম্রাট হিসেবে খ্যাত এণ্ড্রু কিশোর।

১৯৭৭ সালে আলম খানের সুরে 'অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ' গানের মাধ্যমে চলচ্চিত্রের প্লেব্যাকে তার যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরতে হয়নি। তার গায়কী মুগ্ধ করে রাখে কোটি সঙ্গীতানুরাগীকে।

হায়রে মানুষ রঙিন ফানুস, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যিখানে, সবাইতো ভালোবাসা চায়, তুমি আজ কথা দিয়েছো, আমি একদিন তোমায় না দেখিলে, বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে, ভালো আছি ভালো থেকো, এইখানে দুজনে নিরজনে, তুমি আমার কত চেনা, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, চোখ যে মনের কথা বলেসহ অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এণ্ড্রু কিশোর।

এণ্ড্রু কিশোরের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় এন্ড্রু কিশোরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন রাষ্ট্রপতি। সেইসঙ্গে শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, এণ্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank