সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুণী সংস্কৃতিসেবীরা প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:০৭, ২৮ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:০৮, ২৮ নভেম্বর ২০২০

৭২৯

গুণী সংস্কৃতিসেবীরা প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে দেশবরেণ্য গুণী সংস্কৃতিসেবীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার বাংলাদেশ কালচারাল রিপোটার্স এসোসিয়েশনের রজতজয়ন্তী অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

তিনি বলেন, করোনাকালে সংস্কৃতি জগতের অনেক গুণী শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবীদের দেশ হারিয়েছে। গুণী সৃজনশীল এসব ব্যক্তিরা দেশ ও জাতির বিবেকস্বরূপ। সমস্যা, সংকট ও সম্ভাবনায় তারা জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করেন। করোনার ভ্যাকসিন দেশে আসলে প্রথম ধাপে এসব দেশবরেণ্য গুণী সংস্কৃতিসেবীদের অগ্রাধিকার দেয়া হবে। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পীদের কল্যাণে সর্বতোভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে সংস্কতি মন্ত্রনালয়ে গড়ে তোলা হয়েছে 'শিল্পী কল্যাণ ট্রাস্ট', অন্যদিকে তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্র শিল্পীদের জন্য গড়ে তোলা হয়েছে 'চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank