শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চার বছরের মাথায় বিয়ের খবর স্বীকারের পর এবার দুই বছর পর বিচ্ছেদের খবর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২২:৫১, ২৮ ডিসেম্বর ২০২২

আপডেট: ২২:৫১, ২৮ ডিসেম্বর ২০২২

৯৯৮

চার বছরের মাথায় বিয়ের খবর স্বীকারের পর এবার দুই বছর পর বিচ্ছেদের খবর

চার বছর পর স্বীকার করেছিলেন বিয়ের খবর। এবার দুই বছর পরে বিচ্ছেদের খবর জানালাম অভিনেত্রঅ জাকিয়া বারী মম। 

দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন নির্মাতা শিহাব শাহীন ও মম। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন তারা। এর মাত্র এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন মম-শিহাব। 

বুধবার মম জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন।

মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দুজনরই দ্বিতীয় বিয়ে ছিল।

এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank