বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১ || ২১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উপস্থাপিকার অভিযোগের বিষয়ে যা বললেন মীর সাব্বির

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৪১, ১৬ নভেম্বর ২০২২

১৩১৫

উপস্থাপিকার অভিযোগের বিষয়ে যা বললেন মীর সাব্বির

সম্প্রতি ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে অভিনেতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল। একইসঙ্গে অভিনেতার এমন মন্তব্যকে কুরুচির লক্ষণ উল্লেখ করে তাকে ক্ষমা চাইতে বলেছেন। সেই ঘটনা নিয়ে এবার এবার মুখ খুললেন মীর সাব্বির।

বুধবার (১৬ নভেম্বর) বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অভিনেতা ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। ‘এক দেশের গালি আরেক দেশের বুলি’ উল্লেখ করে মীর সাব্বির লিখেছেন, ‘গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্সের একটি প্রতিযোগিতায় আমি অতিথি হয়ে গিয়েছিলাম। সেখানে একটি কথা নিয়ে প্রসঙ্গক্রমে উপস্থাপিকা দুই একটি কথা বলেছেন। মঞ্চে আমার সঙ্গে কথা বলার পর দেখলাম , ওই উপস্থাপিকা তার বরাত দিয়ে দুই একটি অনলাইনে সংবাদ প্রকাশিত করেছেন। এর কারণে অনেক সাংবাদিক আমাকে ফোনও করেছেন।’

‘আসলে মূল বিষয়টা ছিল, ‘মানে বলতে পারেন তেমন কিছুই না। একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। উপস্থাপিকা মজার ছলে আমার বরিশালের আঞ্চলিক ভাষায় কথা শুনতে চেয়েছেন। যেহেতু আমি বরিশালের ছেলে। আমি যে কথাটা বলেছিলাম, সেটা উপস্থাপিকা চমৎকার হেসে রিসিভ করেছেন এবং দর্শকরা তখন মজা পেয়েছেন।

‘আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই। সেটা নিশ্চয়ই সকলেই (যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন)।’

উপস্থাপিকার ক্ষমা চাওয়ার মন্তব্যের বিষয়ে মীর সাব্বির লিখেছেন, ‘সে আমার ছোট বোনের মত। সে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখপ্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই। আমাকে বললেই পারত ‘দাদাভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি।’ আমি তখন হয়তো বলতাম, ‘সরি তুমি কষ্ট পেও না। আমি তোমাকে কষ্ট দেয়ার জন্য কথাটা বলিনি । কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বিষয়টা শেষ হয়ে যেত। আমি আমার ছোট বোনের আমার ব্যাপারে ভুল বোঝার কারণে দুঃখপ্রকাশ করতেই পারি।’

‘অতএব মন খারাপ না করে আমি আশা করছি, সকলের মতো আমার এই ছোট বোনটিরও আমার সম্পর্কে ধারণা এবং আমার বরিশালের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে (শব্দের মানে না বোঝার কারণে) যত অভিমান আছে সেটা ভুলে গিয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে।’

গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তোলেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল। যা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মঞ্চ থেকে নেমে যাচ্ছেন অনুষ্ঠানের অতিথি মীর সাব্বির। সে সময় তাকে ডেকে থামান উপস্থাপিকা ইসরাত পায়েল। ফিরে আসার পর পায়েল বলেন, ‘বরিশালের আঞ্চলিক ভাষায় কোনো নাটকের একটি সংলাপ শুনতে চাই।’

সে সময় মাইক্রোফোন হাতে নিয়ে মীর সাব্বির বলেন, ‘আমার নাটকের সংলাপ মনে থাকে না।’এরপর খানিকটা সময় নিয়ে এ অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে বিষয়টি হেসে উড়িয়ে দিলেও পরে সাব্বিরের মন্তব্য নিয়ে আপত্তি তোলেন ওই উপস্থাপিকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আন্তর্জাতিক একটি মঞ্চে এসে পোশাক নিয়ে কথা বলাটা কুরুচির লক্ষণ। এই বিষয়ে তাকে ক্ষমা চাওয়া উচিত।’ সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর উল্টো ওই উপস্থাপিকাই নেটগেরিকদের তোপের মুখে পড়েন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank