বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশকে বিশ্বদরবারে তুলে ধরতে চান মেঘনা আলম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৮:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২২

৫২৮

দেশকে বিশ্বদরবারে তুলে ধরতে চান মেঘনা আলম

মডেল, লিডারশিপ ট্রেইনার মেঘনা আলম। মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী হয়েছিলেন তিনি। এছাড়া ‘মিস ফ্রিডম অফ দ্যা ওয়ার্ল্ড’ এ ‘মিস বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন।

বর্তমানে একজন আন্তর্জাতিক আর্টিস্ট হিসেবে নিজেকে আরও বেশি প্রমাণেই মরিয়া হয়ে আছেন মেঘনা আলম। মূলত ফ্রিল্যান্সে কাজ করেন তিনি। মেঘনা জানান, আগামী এক বছর তিনি শুধুমাত্র স্টিল ফটোশুট, অ্যাঙ্করিং এবং লুকবুক ভিডিওগুলোতেই কাজ করতে চান এবং তা করতে চান প্রতি সপ্তাহে অন্তত ৩ দিন। এখনই নাটক, সিনেমা, শর্টফিল্মে কাজ করতে কোনো রকমের আগ্রহ নেই তার।

এ বিষয়ে মেঘনা আলম বলেন, ‘বর্তমানে আমি একটি মিউজিক ভিডিও’র জন্য প্রস্তুতি নিচ্ছি, যার পরিব্যাপ্তি আন্তর্জাতিক পরিমণ্ডলকে কেন্দ্র করেই। এছাড়াও ফিটনেস এবং গ্রুমিংয়ে বর্তমানে বেশি মনোযোগ আমার। অন্যদিকে, নিজের সর্বোচ্চটুকু ধরে রাখতে আমি ‘মিস ইন্ডিয়া’ অফিশিয়াল ট্রেইনার আলেসিয়া রাউতের কাছ থেকে ট্রেনিং নিয়েছি। আর মিডিয়ায় কাজ করার নানান সুযোগ থাকা সত্ত্বেও একজন আন্তর্জাতিক আর্টিস্ট হিসেবেই নিজের দেশকে বিশ্বদরবারে তুলে ধরার আজন্ম স্বপ্ন লালন করি আমি।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank