বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দর্শকের ভালোবাসা আরও ভালো কাজের শক্তি যোগাবে: মিম

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৫৩, ১৪ আগস্ট ২০২২

৬৫০

দর্শকের ভালোবাসা আরও ভালো কাজের শক্তি যোগাবে: মিম

হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেড় দশক আগে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে মিডিয়াতে তার যাত্রা শুরু হয়। 

তার অভিষেক হয় কথাসাহিত্যিক, চলচ্চিত্র ও নাট্যপরিচালক হুমায়ূন আহমেদের সিনেমায়। ‘আমার আছে জল’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে তার মিমের অভিষেক হয়। এরপর একে একে দেশ-বিদেশে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এখন পর্যন্ত তার মোট ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

দর্শকদের এমন ভালোবাসা ও সাপোর্ট আগামীদিনে আরো ভালো কাজ করার শক্তি যোগাবে বলে জানিয়েছেন এই তারকা।

স্মৃতিচারণ করে নিজের ক্যারিয়ার নিয়ে ফেসবুকে মিম লেখেন, ‘মনে পড়ে, এইতো সেদিন হুমায়ুন স্যার দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। চলচ্চিত্রের নায়িকা বানিয়ে দিলেন তিনি আমাকে। একে একে দুই বাংলা মিলিয়ে ১৮টি ছবি মুক্তি পেল। ঝুলিতে এলো প্রশংসিত চলচ্চিত্র ও ব্যবসায়িক সাফল্যের চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো সমালোচক ও তারকা জরিপ পুরস্কারসহ অসংখ্য অর্জন। দর্শকের ভালোবাসা ও সাপোর্ট আগামীদিনে আরও ভালো কাজ করার শক্তি যোগাবে। ’

পোস্টটির সঙ্গে মিম তার মুক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমার পোস্টারের কোলাজ যুক্ত করেছেন।

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে মিমের বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ ও ইয়াস রোহান।  
উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত তিনটি সিনেমা। এগুলো হলো ‘দামাল’, ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank