বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অন্তর্জালে মুগ্ধতা ছড়াচ্ছে নওশাবার ‘পাপবাজার’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৫:৩৫, ২৯ জুলাই ২০২২

৮৯২

অন্তর্জালে মুগ্ধতা ছড়াচ্ছে নওশাবার ‘পাপবাজার’

সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে কাজী রাকীব প্রযোজিত এবং অনিক কান্তি সরকার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’। এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ । 

নারী নির্যাতন, মানবপাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয়ের বিষয় উপজীব্য করে নির্মিত হয়েছে ‘পাপবাজার’। গল্পে কেন্দ্রীয় চরিত্র মেহুল। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে শহরে এনে বিক্রি করে তারই আপন চাচা রফিক। পাপের এই শহরে ভালোমন্দ বুঝে ওঠার আগেই শক্তিধর ও ক্ষমতাশীল এক নারীপাচার চক্র মেহুলকে বন্দি করে রাখে। জুয়া ও মাদকের নেশার বলি হয় মেহুল। তার ওপর চলতে থাকে শারীরিক ও যৌন নির্যাতন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। 

স্বল্পদৈর্ঘ্যটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী রাকীব, কাজী আনিসুল হক বরুণ প্রমুখ। এর টাইটেল সং 'দুনিয়াটা পাপের বাজার’ লিখেছেন শাহীন রেজা রাসেল। কণ্ঠ দিয়েছেন জাহিদ মোহাম্মদ, সুর ও সংগীতায়োজন করেছেন এস. এম নাসির। গান এরই মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে দর্শক হৃদয়ে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank