বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজ: মিম

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৯:৩১, ২১ জুলাই ২০২২

৫১২

আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজ: মিম

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এখন গ্র্যাজুয়েট। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যাল থেকে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবি এ নায়িকা অফিশিয়ালি গ্রাজুয়েশন সনদ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম কনভোকেশন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির কাছ থেকে মিম তার শিক্ষা জীবন সমাপ্তির সনদ গ্রহণ করেছে।

সমাবর্তনের ছবি ও ভিডিও শেয়ার করে মিম বললেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজ। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন। আজ আমার কনভোকেশনের দিন।’

মিম জানান, ২০২০ সালেই তাদের সমাবর্তন হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে সেটা সম্ভব হয়নি। অবশেষে দুই বছর পর সমাবর্তনের কালো গাউন পরে সনদ গ্রহণ করলেন নায়িকা। তার হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিম বলেন, ‘ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের, যারা আমার পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। মিডিয়াতে কাজ করে একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয় অবশ্যই। ধন্যবাদ জানাই আমার সেসব সহপাঠীদের, যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয় মিস করলেও পরবর্তীতে আমাকে সাহায্য করেছে যেন আমার জন্য পড়াশোনার পথটা সহজতর হয়।’

চলতি বছরই বিয়ে করেছেন মিম। দীর্ঘ ছয় বছর প্রেমের পর ভালোবাসার মানুষ সনি পোদ্দারের সঙ্গে সংসার শুরু করেছেন। আবার সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘পরাণ’ সিনেমাটি পাচ্ছে দারুণ সাফল্য। ফলে ২০২২ সালটি তার জন্য অত্যন্ত শুভ বলে মনে করছেন নায়িকা।

২০০৭ সালে মাত্র ১৬ বছর বয়সে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। এরপরের বছর তিনি আত্মপ্রকাশ করেন সিনেমায়। এ পর্যন্ত তাকে বহু নাটক ও সিনেমায় দেখা গেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank