বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাঁদতে কাঁদতে সিনেমা ছাড়ার কথা বললেন বর্ষা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১১:২৩, ১৩ জুলাই ২০২২

৬৩৮

কাঁদতে কাঁদতে সিনেমা ছাড়ার কথা বললেন বর্ষা

ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল ও অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি।

এদিকে শুরু থেকে নানা কারণে আলোচনায় থাকলেও মুক্তির পর সিনেমাটি নিয়ে সমালোচনাই বেশি হচ্ছে। সিনেমার বাজেট, গল্প, ভিএফএক্স, সংলাপ প্রভৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। আর এতেই ক্ষিপ্ত হয়ে সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন নায়িকা বর্ষা। 

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি দেখতে ঢাকার মধুমিতা সিনেমা হল পরিদর্শন যান দুই তারকা। এদিন  সবার সামনে কাঁদলেন বর্ষা।

সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বর্ষা বলেন, 'একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করা চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।'

এই নায়িকা বলেন, ‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে?’

কান্নাজড়িত কণ্ঠে বর্ষা আরও যোগ করেন, 'নেত্রী: দ্য লিডার' আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।'

উল্লেখ্য, ‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও অনন্ত জলিল। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। এতে অনন্তর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়াও আছেন ইরান, লেবানন ও বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank