শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহামারিতে জীবন সম্পর্কে ভাবনা পাল্টেছে জেনিফার লোপেজের

বিনোদন ডেস্ক

১৬:৩৪, ১৭ নভেম্বর ২০২০

৬৭৫

মহামারিতে জীবন সম্পর্কে ভাবনা পাল্টেছে জেনিফার লোপেজের

কোভিড-১৯ সময়ে জীবন সম্পর্কে ভাবনা পাল্টে গেছে বিখ্যাত কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজের। এসময় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি তা উপলব্ধি করতে পেরেছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) ই- পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে পুরস্কার গ্রহণের সময় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আইকন অ্যাওয়ার্ড গ্রহণের সময় লোপেজ বলেন, “২০২০ সালের আগে এমন পুরস্কার পাওয়ার জন্য বা নমিনেশন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। কে বেশি অ্যাওয়ার্ড পেল বা কোন ছবি কত টাকা আয় করল তা নিয়ে দীর্ঘ আলাচনায় মেতে থাকতাম। কিন্তু এই মহামারি আমার জীবন বলদে দিয়েছে, আমার ভাবনা বদলে দিয়েছে। আমি বুঝতে শিখেছি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কী।”

প্রথমে নাচ দিয়ে হলিউড জীবন শুরু করা এই শিল্পী জানান, একে অপরকে সাহায্য করা, মানুষজনকে ভালোবাসা, একে অপরের প্রতি সদয় হওয়াই জীবনের অগ্রাধিকার হওয়া উচিত। আমি এখন বিশ্বাস করি মানুষের জন্যই আমাদের সবকিছু। নিজেদের ভালো-মন্দ সব অভিজ্ঞতা পরস্পর ভাগ করে নেয়া উচিত। কেউ একা নয় এটাই অন্যের কাছে আমাদের বার্তা হওয়া উচিত। 

জেনিফার লোপেজ প্রথমে ‘ইন লিভিং কালার’-এ নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে গায়িকা, অভিনেত্রী ও প্রযোজক হিসেবেও সফলতা অর্জন করেন তিনি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank