বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মা সেতু প্রধানমন্ত্রীর অনমনীয় সংকল্পের অমোঘ চিহ্ন: জয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৩৩, ২৫ জুন ২০২২

৫১৩

পদ্মা সেতু প্রধানমন্ত্রীর অনমনীয় সংকল্পের অমোঘ চিহ্ন: জয়া

বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রমত্তা পদ্মা জয়ের আনন্দ ছড়িয়ে গেছে দেশবাসীর মনে। ঐতিহাসিক এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত দেশের তারকারাও। কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, কেউ ভিডিও বার্তার মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গণমাধ্যমে বলেন, ‘গোপালগঞ্জে দাদার বাড়ি যাওয়ার সময় পদ্মা পার হওয়াটাই ছিল সবচেয়ে বড় ঘটনা। স্মৃতি থেকে অন্য সবকিছু মুছে গেলেও পদ্মাকে মুছে দেয় সাধ্য কার? ছোটবেলায় সাগর দেখিনি, মনে হতো সাগর পাড়ি দিচ্ছি।’

বাংলাদেশে সব নদীর রানী পদ্মা উল্লেখ করে এই অভিনেত্রী আরো বলেছেন, ‘দীর্ঘ পথে পদ্মা মর্মে মর্মে বুঝিয়ে দেয় ওর অস্তিত্ব। বুঝিয়ে দেয় সে আছে— সৌন্দর্যে, বিশালত্বে, আবেগে, বাংলাদেশের মূল ধমনি হয়ে আমাদের জীবনযাত্রায়। সেই পদ্মা নদীর দুই পার এবার যুক্ত হলো সেতুবন্ধে।’

এই অভিনেত্রীর কণ্ঠে ঝরেছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং স্থির প্রতিজ্ঞার প্রশংসা। ‘পদ্মা সেতু রচনায় যে অনমনীয় নেতৃত্বের প্রয়োজন ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থির প্রতিজ্ঞায় বীরের মতো সেই নেতৃত্ব দিয়েছেন। এই সেতু গড়ে ওঠার পথে পদে পদে ছিল বাধা। অসম্ভবকে সম্ভব করে দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রধানমন্ত্রীর অনমনীয় সংকল্পের এক অমোঘ চিহ্ন।’ বলেন তিনি। 

জয়া আহসান আরো বলেন, ‘পদ্মা সেতু ভবিষ্যতে আমাদের কী দেবে সেটা পরের কথা। আপাতত আমাদের হারিয়ে যাওয়া সাহস ফিরিয়ে দেওয়াই এর সবচেয়ে বড় কীর্তি।’ 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank