মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিমানবন্দরে হেনস্তার শিকার আয়েশা টাকিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:০০, ১০ এপ্রিল ২০২২

আপডেট: ১২:০২, ১০ এপ্রিল ২০২২

৫৫৬

বিমানবন্দরে হেনস্তার শিকার আয়েশা টাকিয়া

ভারতের পশ্চিম উপকূলের রাজ্য গোয়া সফর শেষে মুম্বাই ফেরার পথে বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া।  

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, সেখান থেকে সপরিবারে মুম্বাইয়ের ফেরার সময় বিমানবন্দরে তাকে জোর করে লাইনচ্যুত করার অভিযোগ তুলেছেন কর্তব্যরত এক পুলিশ অফিসারের নামে।  

বিষয়টি নিয়ে আয়েশার স্বামী ফারহান আজমি টুইটারে জানান, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ছবিসহ টুইটারে পুরো ঘটনার বিবৃতি দিয়েছেন ফারহান।  

তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে এবং তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। শুধু তাই নয়, নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল।

ফারহান আরো জানান, বিমানবন্দরে উচ্চস্বরে তার নাম ঘোষণা করে অপমান করা হয়। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। 
 
টুইটারে ফারহানের এমন অভিযোগে চারিদিকে হইচই পড়ে যায়। এরপরেই টুইটারের প্রতিক্রিয়ায় ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন, বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank