সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস পেলেন যারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৪১, ৪ এপ্রিল ২০২২

৭৩৩

৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস পেলেন যারা

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৪ এপ্রিল) ভোরে জমকালো আয়োজনে প্রদান করা হয়েছে এই পুরস্কার।

যুক্তরাষ্ট্রে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় ছিল এই আয়োজন।

 

৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে পুরস্কারপ্রাপ্তদের তালিকা

অ্যালবাম অব দ্য ইয়ার: উই আর (জন ব্যাটিস্ট)

রেকর্ড অব দ্য ইয়ার: লিভ দ্য ডোর ওপেন (সিল্ক সনিক)

সং অব দ্য ইয়ার: লিভ দ্য ডোর ওপেন (সিল্ক সনিক)

বেস্ট নিউ আর্টিস্ট: অলিভিয়া রড্রিগো

বেস্ট পপ সলো পারফরম্যান্স: ড্রাইভারস লাইসেন্স (অলিভিয়া রড্রিগো)

বেস্ট পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: কিস মি মোর (ডোজা ক্যাট ও শিজা)

বেস্ট পপ ভোকাল অ্যালবাম: সাওয়ার (অলিভিয়া রড্রিগো)

বেস্ট আরএনবি পারফরম্যান্স: লিভ দ্য ডোর ওপেন (সিল্ক সনিক ব্যান্ড) ও পিক আপ ইউর ফিলিংস (জ্যাজমিন সালিভ্যান)

বেস্ট আরএনবি অ্যালবাম: হিউ টেলস (জ্যাজমিন সালিভ্যান)

বেস্ট র্যাপ গান: জেল (কানিয়ে ওয়েস্ট ফিচারিং জে-জি)

বেস্ট র্যাপ অ্যালবাম: কল মি ইফ ইউ গেট লস্ট (টাইলার, দ্য ক্রিয়েটর)

বেস্ট মেলোডিক র্যাপ পারফরম্যান্স: হারিকেন (কানিয়ে ওয়েস্ট ফিচারিং দ্য উইকেন্ড ও লিল বেবি)

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং: অ্যালাইভ (রুফাস ডু সল)

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: সাবকনসাসলি (ডিজে ব্ল্যাক কফি)

বেস্ট রক পারফরম্যান্স: মেকিং অ্যা ফায়ার (ফু ফাইটার্স)

বেস্ট রক অ্যালবাম: মেডিসিন অ্যাট মিডনাইট (ফু ফাইটার্স)

বেস্ট রক গান: ওয়েটিং অন অ্যা ওয়ার (ফু ফাইটার্স)

বেস্ট অল্টারনেটিভ অ্যালবাম: ড্যাডি’স হোম (সেন্ট ভিনসেন্ট)

বেস্ট কান্ট্রি অ্যালবাম: স্টার্টিং ওভার (ক্রিস স্টেপলটন)

বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স: ইউ শুড প্রোবেবলি লিভ (ক্রিস স্টেপলটন)

বেস্ট কান্ট্রি গান: কোল্ড (ক্রিস স্টেপলটন)

বেস্ট কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স: ইয়াঙ্গার মি (ব্রাদারস ওসবর্ন)

সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: দ্য আনঅফিসিয়াল ব্রিজারটন মিউজিক্যাল

প্রডিউসার অব দ্য ইয়ার, নন-ক্ল্যাসিকাল: জ্যাক অ্যান্টোনফ

সেরা মিউজিক ভিডিও: ফ্রিডম (জন ব্যাটিস্ট)

বেস্ট ট্র্যাডিশনাল আরএনবি পারফরম্যান্স: ফাইট ফর ইউ (হার)

বেস্ট আরএনবি গান: লিভ দ্য ডোর ওপেন (সিল্ক সনিক)

বেস্ট প্রগ্রেসিভ আরএনবি অ্যালবাম: টেবিল ফর টু (লাকি ডে)

বেস্ট র্যাপ পারফরম্যান্স: ফ্যামিলি টাইস (বেবি কিম ফিচারিং কেন্ড্রিক ল্যামার)

বেস্ট লাতিন পপ অ্যালবাম: মেন্ডো (অ্যালেক্স কুবা)

বেস্ট মিউজিকা আরবানা অ্যালবাম: এল উলতিমো ত্যুর দেল মুনদো (ব্যাড বানি)

বেস্ট লাতিন রক/অল্টারনেটিভ অ্যালবাম: অরিফেন (হুয়ানেস)

বেস্ট আমেরিকান রুটস পারফরম্যান্স: ক্রাই (জন ব্যাটিস্ট)

বেস্ট আমেরিকান রুটস গান: ক্রাই (জন ব্যাটিস্ট)

বেস্ট আমেরিকানা অ্যালবাম: নেটিভ সানস (লস লোবোস)

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম: মাদার ন্যাচার (অ্যাঞ্জেলিক কিডজো)

বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: মোহাব্বাত (আরুজ আফতাব)

বেস্ট চলচ্চিত্রের গানের সংকলন: দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে

বেস্ট চলচ্চিত্রের আবহসংগীত: সৌল (জন ব্যাটিস্ট, ট্রেন্ট রেজনোর ও অ্যাটিকাস রস), দ্য কুইন’স গ্যাম্বিট (কার্লোস রাফায়েল রিভেরা)

বেস্ট চলচ্চিত্রের গান: অল আইস অন মি (বো বার্নহ্যাম, ছবি-বো বার্নহ্যাম: ইনসাইড)

বেস্ট মিউজিক ফিল্ম: সামার অব সৌল

বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: লাভ ফর সেল (টনি বেনেট ও লেডি গাগা)

বেস্ট ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম, নন-ক্ল্যাসিকাল: লাভ ফর সেল (টনি বেনেট ও লেডি গাগা)
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank