প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী
প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী
ব্যবসায়িক প্রতারণার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী রিমি সেন। এজন্য মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে একটি অভিযোগও দায়ের করেছেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, নতুন ব্যবসায় বিনিয়োগের জন্য রওনককে ৪ কোটি ১৪ লাখ রুপি দিয়েছিলেন রিমি। তার পরিবর্তে 'ধুম' খ্যাত নায়িকাকে ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার কথা ছিল। কিন্তু এরপর থেকে ওই ব্যবসায়ী রিমির ফোন কল রিসিভ করছেন না বলে অভিযোগ। আর তাই বাধ্য হয়ে মামলা করলেন এই অভিনেত্রী।
জানা গেছে, ২০১৯ সালে পশ্চিম আন্ধেরির ডিএন নগর এলাকার একটি জিমে অভিযুক্ত রওনকের সঙ্গে পরিচয় হয় রিমির। সে সময় অভিনেত্রীকে একটি ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনার কথা জানান অভিযুক্ত। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বরের মধ্যে এই পরিমাণ অর্থ বিনিয়োগ করেন রিমি।
প্রসঙ্গত, ২০০৩ সালে ‘হাঙ্গামা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন রিমি। এরপর ২০০৪ সালে ‘ধুম’, ২০০৫-এ ‘কিউ কি’ ও ‘গরম মাশালা’, ২০০৬ সালে ‘গোলমাল’ সিনেমায় অভিনয় দক্ষতা দেখান এই অভিনেত্রী। কিন্তু পরবর্তীতে এই অভিনেত্রীর ‘জনি গাদ্দার’, ‘দে থালি’, ‘সঙ্কট সিটি’, ‘হর্ন ওকে প্লিজ’ ছবিগুলো সাড়া জাগাতে পারেনি।
এরপর তিনি নিজেকে আড়ালে নিয়ে যান। ২০১৫ সালে ‘থ্যাঙ্ক ইউ’ ছবির মাধ্যমে পলি পাড়ায় ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!