ইন্ডিয়ানা জোন্স-এর সেটে সহকর্মীকে বাঁচাতে সাহায্য করলেন ফোর্ড
ইন্ডিয়ানা জোন্স-এর সেটে সহকর্মীকে বাঁচাতে সাহায্য করলেন ফোর্ড
ইন্ডিয়ানা জোন্স |
ইন্ডিয়ানা জোন্স ফ্র্যাঞ্চাইজ'র পঞ্চম সিনেমার শ্যুটিং চলছে বর্তমানে। সেখানে এক সহকর্মী হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।
সে সময় সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেও হ্যারিসন ফোর্ড এগিয়ে আসেন। তিনি ওই হৃদরোগাক্রান্ত সহকর্মীর জন্য চেঁচিয়ে চিকিৎসকের খোঁজ করেন।
তখন ফার্স্ট এইড ও সিপিআর দেওয়া হয় লোকটিকে। পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। তার নাম ও সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।
এর আগে এই সিনেমার সেটে এরকম দুর্ঘটনা ঘটার নজির রয়েছে।
গত বছর সিনেমাটির আরেকজন কর্মী, ৫৪ বছর বয়সী নিক কুপ্যাক মরোক্কোতে শ্যুটিং চলাকালে নিজের হোটেলে সন্দেহজনক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।
এছাড়া ২০২১ সালের জুনে শ্যুটিং-এর সময় কাঁধে ব্যথা পান হ্যারিসন ফোর্ড। তার সুস্থতার তাগিদে তিন মাস সিনেমাটির শ্যুটিং বন্ধ থাকে।
ইন্ডিয়ানা জোন্স ফ্র্যাঞ্চাইজ'র সিনেমাগুলোতে নাম চরিত্রে অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। ইন্ডি একজন প্রত্নতাত্ত্বিক কিন্তু প্রায়ই তাকে বিভিন্ন বদ লোকের পাল্লায় পড়তে হয়।
সূত্র: দ্য মিরর
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!