মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লতা’র নামে শিবাজি পার্কে স্মারকস্তম্ভে পরিবারের না

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৮:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২২

৫৪৪

লতা’র নামে শিবাজি পার্কে স্মারকস্তম্ভে পরিবারের না

লতা মঙ্গেশকর (বামে) ও হৃদয়নাথ মঙ্গেশকর
লতা মঙ্গেশকর (বামে) ও হৃদয়নাথ মঙ্গেশকর

লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তার জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করা নিয়ে দুই রাজনৈতিক দলের বিতর্কের মধ্যে মুখ খুললেন তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।

তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন গায়িকার পরিবার কোনো ধরনের স্মৃতিস্তম্ভ সমর্থন করবে না।

ভারতীয় জনতা পার্টি চেয়েছিল মুম্বাইয়ের দাদার-এর শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক। এ পার্কেই লতাজিকে দাহ করা হয়েছিল।

লতা মঙ্গেশকরের স্মৃতিস্তম্ভ নিয়ে কোনো আপত্তি না থাকলেও শিব সেনা'র আপত্তি স্তম্ভের প্রস্তাবিত স্থান নিয়ে।

তারা চায় না শিবাজি পার্কে স্মৃতিস্তম্ভ হোক। এমনকি দাদার-এর বাসিন্দারাও চান না ওই পার্কেই স্মারক তৈরি করা হোক।

শিবাজি পার্ক-কে উন্মুক্ত খেলার মাঠ হিসেবেই রাখতে চান তারা।

হৃদয়নাথ মঙ্গেশকর জানিয়েছেন, লতা মঙ্গেশকরের নামে সঙ্গীত নিকেতন তৈরি করা হলে তাতে তাদের কোনো আপত্তি নেই, কারণ তারাও চান গায়িকার কিংবদন্তি বজায় থাকুক প্রতিষ্ঠানের মাধ্যমে।

কিন্তু কোনোপ্রকার স্মারকস্তম্ভে তারা রাজি হবেন না।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সঙ্গীত জগতের নাইটিঙ্গেল খ্যাত কিংবদন্তিতুল্য শিল্পী লতা মঙ্গেশকর।

সূত্র: কইমই

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank