সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৯ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গডজিলা ও মনস্টারভার্স আসছে ছোট পর্দায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:২৩, ২১ জানুয়ারি ২০২২

আপডেট: ১৭:২৬, ২১ জানুয়ারি ২০২২

৯২০

গডজিলা ও মনস্টারভার্স আসছে ছোট পর্দায়

লিজেন্ডারি'র মনস্টারভার্স ও গডজিলাকে এবার ছোট পর্দায় দেখতে পাবেন দর্শকেরা।

অ্যাপল টিভি+ ও লিজেন্ডারি এ বিষয়ে একটি চুক্তি করেছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অ্যাপল তাদের এই নতুন প্রজেক্টের কথা ঘোষণা করেছে।

এ সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন স্টার ট্রেক এন্টারপ্রাইজ-এ কাজ করা প্রডিউসার ক্রিস ব্লেক। মনস্টারভার্স-এর দুনিয়ায় রয়েছে গডজিলা, কিংকং, টাইটান, কাইজু'র মতো দানবেরা।

সিরিজের গল্প শুরু হবে সান ফ্রান্সিসকোতে গডজিলা ও টাইটানের মধ্যে লড়াই হওয়ার পর থেকে। নিজেদের পারিবারিক গোপন সূত্র খুঁজতে অভিযানে নামবে একটি পরিবার। তাদের হাত ধরেই এগিয়ে যাবে গল্প।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank