মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

থালাপতি বিজয়ের কাছ থেকে জীবনমুখী শিক্ষা পেয়েছিলেন প্রিয়াঙ্কা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:১৫, ১৫ জানুয়ারি ২০২২

৫৩২

থালাপতি বিজয়ের কাছ থেকে জীবনমুখী শিক্ষা পেয়েছিলেন প্রিয়াঙ্কা

বলিউড পেরিয়ে হলিউডে পৌঁছে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অনেকেই তাকে বলিউডের অভিনেত্রী হিসেবে জানলেও প্রিয়াঙ্কার সিনেমায় অভিনয় কিন্তু কোনো হিন্দি সিনেমা দিয়ে শুরু হয়নি।

২০০২ সালে তামিল সিনেমা তামিঝান দিয়ে সিনেমায় অভিনয়ের সূচনা ঘটেছিল প্রিয়াঙ্কার। সে সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন থালাপতি বিজয়।

সম্প্রতি ভ্যানিটি ফেয়ার-এর সাথে এক আলাপচারিতায় প্রিয়াঙ্কা জানিয়েছেন সেই সিনেমায় অভিনয় করার সময় থালাপাতির কাছ থেকে জীবনের একটি বড় শিক্ষা লাভ করেছেন তিনি। তখনো অভিনয়ের বিশেষ কিছু জানতেন না বলে স্বীকার করেছেন তিনি। তিনি বলেন, তামিল ভালোমতো না জানায় তামিজান-এ অভিনয় করাও তার জন্য কষ্টকর ছিল। কিন্তু সে সময় সিনেমার সেটে বিজয়ের একটি কাজ তার ভালো লেগেছিল।

বিজয়কে তার জীবনের প্রথমদিকে প্রভাববিস্তারকারী গুটিকয়েক মানুষদের একজন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, বিজয় সিনেমার সেটে এলে তারপর আর সেট থেকে যেত না।

সচরাচর একটি শট নেওয়া শেষ হলে শিল্পীরা নিজেদের ট্রেইলারে চলে যান। কিন্তু বিজয় তা না করে সেটে থেকেই অন্যদের সাথে গল্পগুজব করতেন, সেটে ঘুরে বেড়াতেন, সবার সাথে মিশতেন। এ কাজটিই প্রিয়াঙ্কা বিজয়ের কাছ থেকে শিখেছেন। তিনি জানান, সেই থেকে তিনি নিজেও দুইটি শটের মাঝখানের বিরতিতে সেট ছেড়ে চলে যান না যদি না বিরতি খুব বেশি থাকে। বরং ওইসময় ক্রুদের সাথে কথা বলেই সময় কাটান তিনি।

তামিজান-এ কণ্ঠশিল্পী হিসেবেও আবির্ভাব ঘটে প্রিয়াঙ্কার। ওই সিনেমায় বিজয়ের সাথে 'উল্লাথাই কিল্লাথে' গানে কণ্ঠ দেন প্রিয়াঙ্কা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank