শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলালিকের বিরুদ্ধে জেমস-মাইলসর মামলায় চার্জশুনানি ৩ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৩১, ৫ জানুয়ারি ২০২২

৬৩৯

বাংলালিকের বিরুদ্ধে জেমস-মাইলসর মামলায় চার্জশুনানি ৩ ফেব্রুয়ারি

বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে ব্যান্ড তারকা জেমস এবং মাইলস ব্যান্ডের মান্নাম আহমেদ ও হামিন আহমেদের করা মামলায় চার্জশুনানির তারিখ পিছিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বুধবার (৫ জানুয়ারী) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত এই তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

এদিন মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। চার আসামি আদালতে হাজির হন। তাদের পক্ষে আইনজীবীরা অব্যাহতির আবেদন দাখিল করেন। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বাদীপক্ষ থেকে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৩ ফেব্রুয়ারি চার্জশুনানির তারিখ দেন।

মামলার চার আসামি হলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল  আলম, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর। আসামিরা সবাই জামিনে আছেন। 

গত ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলার একজন আসামি বাংলালিংকের সাবেক চিফ ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাশিয়া নিজের দেশে ফিরে গেছেন। এজন্য বাদীপক্ষ মামলা থেকে তাকে বাদ দিয়েছেন।

মামলায় মানাম আহমেদ ও হামিন আহমেদ অভিযোগ করেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি বাংলালিংক কর্তৃপক্ষ তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করে আসছে। এতে বাদীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অন্যদিকে জেমসও তার গাওয়া ’দুখিনি দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও যার যার ধর্ম গান সম্পর্কেও একই অভিযোগ করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank