সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভ্যন্তরীণ রক্তক্ষরণে সৌমিত্র, অবস্থা মোটেও ভালো নয়

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:২২, ২ নভেম্বর ২০২০

আপডেট: ১৬:২৯, ২ নভেম্বর ২০২০

৬১৪

অভ্যন্তরীণ রক্তক্ষরণে সৌমিত্র, অবস্থা মোটেও ভালো নয়

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। চেতন স্তরে তার কোনও উন্নতি হয়নি। সোমবার এ উদ্বেগের কথা জানিয়েছেন প্রবীণ অভিনেতার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ড।  

মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সব চেষ্টা সত্ত্বেও রবিবার তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। ফলে প্রবীণ অভিনেতার হিমোগ্লোবিন একধাক্কায় অনেক কমে যায়। হ্রাস পায় প্লেটলেটসও। তাই টিকিয়ে রাখতে এদিন তাকে ৪ ইউনিট রক্ত দেয়া হয়েছে।

তিনি বলেন, সৌমিত্রর সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। এর মাধ্যমে তার রক্তক্ষরণের উৎসস্থল চিহ্নিত করা হয়। সেখান থেকে তা বন্ধের চেষ্টা করা হয়েছে। তবে পুরোপুরি সফল হওয়া যায়নি। আপাতত রক্তক্ষরণ বন্ধ করা গেছে। ওই স্থানে অস্ত্রোপচার করা হতে পারে। অ্যাঞ্জিওতে ব্যবহৃত ডাই শরীর থেকে বের করে দিতে ডায়ালাইসিসও করা হয়েছে। 

গেল কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবু সৌমিত্রর করোনাভাইরাস সম্পর্কিত এনসেফালোপ্যাথি এবং স্নায়বিক অবস্থার উন্নতি হয়নি। ফলে আচ্ছন্নভাব কাটেনি তার। স্বভাবতই ৮৫ বছর বয়সী অভিনেতাকে নিয়ে দুঃশ্চিন্তায় তারা।

ডা. অরিন্দর করের ভাষ্যমতে, খবর ভালো নয়। যত দিন যাচ্ছে তত আমরা পায়ের নিচ থেকে ভিত হারিয়ে ফেলছি। সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও সৌমিত্রর শারীরিক অবস্থার উন্নতি সেভাবে করা যাচ্ছে না।

গেল ৬ অক্টোবর কোভিড-১৯ আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হন ‘ফেলুদা’ খ্যাত এই অভিনেতা। এরপর থেকে বেশিরভাগ সময়ই অচেতন তিনি। তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র। মাঝে অবশ্য করোনামুক্তও হন তিনি। ক্রমাগত অবস্থার অবনতি হলে গেল সোমবার গুণী এই অভিনেতাকে ভেন্টিলেটরে রাখা হয়।

অভিনয় জগতে সৌমিত্রর রয়েছে জগতজোড়া খ্যাতি। বিশেষ করে নাটক ও চলচ্চিত্রাঙ্গনে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তন্মধ্যে উল্ল্যেখযোগ্য পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, জাতীয় অ্যাওয়ার্ড, সঙ্গীত নাটক অ্যাকাডেমি ঠাকুর রত্ন ইত্যাদি। অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে তার রসায়ন ছিল চমৎকার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank