মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পানামা পেপার্স মামলায় ঐশ্বরিয়াকে তলব

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:০৪, ২০ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৩:০৭, ২০ ডিসেম্বর ২০২১

৫৯১

পানামা পেপার্স মামলায় ঐশ্বরিয়াকে তলব

ঐশ্বরিয়া রায় বচ্চন
ঐশ্বরিয়া রায় বচ্চন

পানামা পেপার্স মামলায় ঐশ্বরিয়া রায় বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, বিদেশে সম্পদ রাখার জন্যই সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রীকে ডাকা হয়েছে। সোমবারই (২০ ডিসেম্বর) তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে তাকে তলব করা হয়েছে। এর আগেও দুইবার ডাকা হয়েছিল ঐশ্বরিয়া । তখন ঐশ্বরিয়া হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এবারও নাকি সময় চেয়েছেন।

এর আগে ঐশ্বরিয়ার শ্বশুর অভিনেতা অমিতাভ বচ্চন-সহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্র জানিয়েছিল, বিষয়টির ওপর তারা নজর রাখছে।

ভারত সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপার্সের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank