স্বাধীনতা নিয়ে মন্তব্য ভুল হলে পদ্মশ্রী ফেরত দেবেন কঙ্গনা
স্বাধীনতা নিয়ে মন্তব্য ভুল হলে পদ্মশ্রী ফেরত দেবেন কঙ্গনা
কঙ্গনা রানাউত |
১৯৪৭-এ ভারতবিভক্তির সময় কী ঘটেছিল তার প্রকৃত খবর জানাতে পারলে পদ্মশ্রী পুরস্কার ফেরত দেবেন বলে জানিয়েছেন কঙ্গনা রানাউত।
ভারতের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন ১৯৪৭-এ স্বাধীনতার নামে ভারত যা পেয়েছিল তা আদতে 'ভিক্ষা'। ভারতের প্রকৃত স্বাধীনতা এসেছে ২০১৪ সালে, বিজেপি ক্ষমতায় আসার পর। স্বভাবতই এ মন্তব্যের পর ফুঁসে উঠেছে ভারতের বিরোধীদলগুলো ও সাধারণ মানুষ।
ইনস্টাগ্রামে কয়েকটি বইয়ের সারাংশ শেয়ার করে এই বিতর্কিত অভিনেত্রী লিখেন, ১৮৫৭ সালে স্বাধীনতার জন্য সংগ্রাম হয়েছিল। সেসময় নেতাজি সুভাস বোস, ঝাঁসির রাণী লক্ষীবাই, বীর সাবারকার স্বাধীনতার লক্ষ্যে আত্মত্যাগ করেছিলেন। ১৮৫৭ সালের এসব ঘটনা আমরা জানি, কিন্তু ১৯৪৭ সালে কোন সংগ্রাম ঘটেছিল? কেউ যদি এ ব্যাপারে আমাকে আলোকপাত করতে পারেন, তাহলে আমি আমার পদ্মশ্রী ফেরত দেব। সেই সাথে ক্ষমাও চেয়ে নেব।
তিনি বলেন, ভারতের দৈহিক স্বাধীনতা আগে হলেও বিবেক ও চিন্তার স্বাধীনতা ২০১৪ সালে ঘটেছিল। তার আগের অবস্থাকে মৃত সভ্যতা বলে চিহ্নিত করে ২০১৪-এর পর তা পুনরায় জীবন লাভ করেছে বলে অভিহিত করেন তিনি।
এর আগে ০৮ নভেম্বর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী' পুরস্কার লাভ করেন কঙ্গনা রানাউত।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!