শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হুমায়ূন আহমেদের জন্মদিন

শাওনের কণ্ঠে যদি মন কাঁদে-এর সেকেন্ড ভার্শন 

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৩৬, ১৩ নভেম্বর ২০২১

৭৫৯

হুমায়ূন আহমেদের জন্মদিন

শাওনের কণ্ঠে যদি মন কাঁদে-এর সেকেন্ড ভার্শন 

আধুনিক বাংলা সাহিত্যের সফলতম কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্রেয়নম্যাগ এবং ফ্লিকার এন্টারটেইনমেন্ট এর যৌথ উদ্যোগে পরিবেশিত হলো ‘যদি মন কাঁদে’ গানটির সেকেন্ড ভার্শন। 

লন্ডন প্রবাসী অধ্যাপক মোহাম্মদ ফজল এর কথা ও এস আই টুটুলের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন মেহের আফরোজ শাওন। গানটি প্রকাশিত হয় লেজার ভিশন এর অফিসিয়াল ইউটুব চ্যানেল থেকে ।

প্রথম গানটির আলাদা কোন মিউজিক ভিডিও না থাকলেও দ্বিতীয় অধ্যায়ের গানটির একটি মিউজিক ভিডিও থাকছে। সম্প্রতি নুহাশপল্লীতে যার দৃশ্যায়ন পরিচালনা ও সিনেমাটোগ্রাফি করেছেন খায়ের খন্দকার।

এই নতুন গানটির নির্মান প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, “গানটির বিষয়ে যখন আমাকে প্রথম বলা হয় আমি খুব একটা গুরুত্ব দেই নি। ‘যদি মন কাঁদে’ আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। এর যে সেকেন্ড ভার্শন হতে পারে আমি নিজেও এ বিষয়ে নিশ্চিত ছিলাম না। নতুন গানের কথাগুলো বার বার শুনে এই গানটি করার সিদ্ধান্ত নেই। আশাকরি প্রথম গানটির মতো এই গানটিও সবার ভালোবাসা অর্জন করবে।”

ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, “যদি মন কাঁদে - আমার খুব প্রিয় একটি গান। আমার প্লেলিস্টে গানটি সবসময় উপরের দিকেই থাকে। শাওন আমার ছোট বেলার বান্ধুবি। তার এই গানের দ্বিতীয় অধ্যায় প্রকাশের দায়িত্ব পেয়ে আমি একই সাথে গর্বিত ও আপ্লুত।”
‘যদি মন কাঁদে’ হুমায়ূন আহমেদের সৃষ্টির এক অনন্য নজির। গানটি মেহের আফরোজ শাওনের প্রকাশিত এ্যালবাম ‘যে থাকে আঁখিপল্লবে’ তে প্রকাশিত হয়। 

গানটির দ্বিতীয় অধ্যায়ের প্রথম দুই লাইন – ‘একটু পরে নামিবে আঁধার বেলাও ফুরিয়ে যাবে / সত্যি কি তুমি আমার নৃত্যের সাথী হবে? 

২০২০ সালে শুরু হওয়া ক্রেয়নম্যাগ একটি সামাজিক সংগঠন। এবারই প্রথম কোন গানের প্রকাশনার দায়িত্ব পালন করছে ক্রেয়নম্যাগ। সমাজের চলমান রীতি রেওয়াজ, অসমতা এবং এক পাক্ষিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কাজ করে প্রতিষ্ঠানটি। তাদের এ আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত আছে ব্যাকপেজ পিআর।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank