শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রিটনি স্পেয়ার্স এখন মুক্ত

বিনোদন ডেস্ক

০৬:০৬, ১৩ নভেম্বর ২০২১

আপডেট: ০৬:১২, ১৩ নভেম্বর ২০২১

৮০৭

ব্রিটনি স্পেয়ার্স এখন মুক্ত

ব্রিটনি স্পেয়ার্স
ব্রিটনি স্পেয়ার্স

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলের একটি উচ্চতর আদালত এই মত দিয়েছেন যে, এক সময়ের পপ সুপার স্টার ব্রিটনি স্পেয়ার্সকে আর আটকে রাখার (কনজারভেটরশিপ) প্রয়োজন নেই। এক নির্দেশে বিচারক ব্রেন্ডা পেনি এই পপ তারকার ওপর জারিকৃত ওই নির্দেশনা তুলে নিয়েছেন। বলেছেন, ব্যক্তি ব্রিটনি স্পেয়ার্স ও তার অর্থ সম্পদের ওপর কনজারভেটরশিপের আর কোনো প্রয়োজন নেই। 

লস এঞ্জেলসে নিজ পিতৃগৃহে ১৩ বছরের বন্দিত্বের জীবন থেকে মুক্তি পেলেন ব্রিটনি স্পেয়ার্স। 

শুক্রবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত শুনানি নিয়ে লস এঞ্জেলস সুপারিয়র কোর্টের বিচারক ব্রেন্ডা পেনি বলেন, দীর্ঘ সময় ধরে এই গায়িকার জীবন ও সম্পদের ওপর যে কনজারভেটরশিপ আরোপ ছিলো, আজ থেকে তা তুলে নেওয়া হলো। 

গত জুনে ব্রিটনি স্পেয়ার্স, ৩৯, আদালতকে বলেন তার ওপর আরোপিত এই ব্যবস্থা তার ব্যক্তিজীবনকে বিপর্যস্ত করে তুলেছেন তিনি ভীষণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। সেবার ব্রিটনি নিজের মুক্তির জন্য আদালতের কাছে আর্জি জানান। 

শুক্রবার বিচারক পেনি তার সেই আবেদনেই সাড়া দেন। 

এখন থেকে ১৩ বছর আগে ২০০৮ সালে ব্রিটনি স্পেয়ার্সের ওপর এই বিশেষ নিষেধাজ্ঞা জারি হয়। তখন ব্রিটনি স্পেয়ার্সের বাবা জেমস স্পেয়ার্স আদালতে আবেদন করে তারা কন্যার জীবন ও অর্থ সম্পদ সুরক্ষার পূর্ণাঙ্গ কর্তৃত্ব নিয়ে নেন। ব্রিটনির মানসিক স্বাস্থ্যের দুর্বলতা ও তাতে তিনি যে কোনো ক্ষতির সম্মুখিন হতে পারেন এমনটা জানিয়েই ওই সময় সাময়িক গার্জিয়ানশিপ নেন তার বাবা। পরে ওই বছরের শেষের দিকে সেই ব্যবস্থা পাকাপাকি ভাবে নিজের হাতে নিয়ে নেন জেমস স্পেয়ার্স। সেই থেকে লস এঞ্জেলসের বাড়িতেই বন্দিত্বের জীবন কাটছে এক সময়ের সেক্সসিম্বল হার্টথ্রব পপ তারকা ব্রিটনি স্পেয়ার্সের। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank