সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দশম বর্ষে মাছরাঙা টেলিভিশন

১২:৪৪, ২৯ জুলাই ২০২০

১২০১

দশম বর্ষে মাছরাঙা টেলিভিশন

পথচলার নয় পেরিয়ে দশম বছরে পা দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। ৩০ জুলাই দশ বছরে পা দেবে দেশের অন্যতম এই বেসরকারি টেলিভিশন চ্যানেল।

‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। যাত্রালগ্ন থেকে চ্যানেলটি অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে নিজস্বতা বজায় রাখার চেষ্টা করে চলেছে। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসা¤প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে মাছরাঙা'র নানামাত্রিক আয়োজন মানুষের ভালো লেগেছে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে আলাদা দর্শকশ্রেণী তৈরি করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্র“পের এই চ্যানেল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্দায় সীমিত পর্যায়ের আয়োজন রেখেছে মাছরাঙা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮ টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে দেখা’। রাত ৯ টায় থাকছে বিশেষ নাটক ‘নেমক’। অয়ন চৌধুরীর রচনা ও এস কে শুভ'র পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, বড়দা মিঠুসহ আরো অনেকে। রাত ১১ টায় বিশেষ সংগীতায়োজন ‘গানের ওপারে’-তে গান পরিবেশন করবেন বেলাল খান। 

করোনা পরিস্থিতির কারনে চ্যানেল কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কোন আয়োজন থাকছে না বলে জানিয়েছে মাছরাঙা কর্তৃপক্ষ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank