শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রূপালি গিটার ফেলে তার চলে যাওয়ার তিন বছর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১২:২৩, ১৮ অক্টোবর ২০২১

৬০৭

রূপালি গিটার ফেলে তার চলে যাওয়ার তিন বছর

আইয়ুব বাচ্চু ।। ফাইল ফটো
আইয়ুব বাচ্চু ।। ফাইল ফটো

দেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম প্রধান নাম আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এই সঙ্গীত তারকা। তিনি ছিলেন একাধারে কন্ঠশিল্পী, সুরকার এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ গিটারিস্ট।

আইয়ুব বাচ্চু নেই। কিন্তু তিনি এবং তার গান আজও বাজে ভক্তদের হৃদয়ে। ভক্তরা তাকে স্মরণ তরে সমান ভালোবাসায়।

১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে গানের ভুবনে পথচলা শুরু করেন আইয়ুব বাচ্চু। এরপর ১০ বছর ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে। নব্বইয়ের দশকে তিনি প্রতিষ্ঠা করেন ‘ব্যান্ডদল এলআরবি’। যার দলনেতা ছিলেন আইয়ুব বাচ্চু।

দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য কালজয়ী, জনপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। ‘চলো বদলে যাই,’ ‘হাসতে দেখো,’ ‘এখন অনেক রাত,’ ‘রূপালি গিটার’, ‘মেয়ে’ ‘আমি কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সুখের এ পৃথিবী,’ ‘ফেরারি মন,’ ‘উড়াল দেবো আকাশে,’ ‘বাংলাদেশ,’ ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি,’ ‘এক আকাশের তারা,’ ‘সেই তারা ভরা রাতে,’ ‘কবিতা,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ,’ ‘যেওনা চলে বন্ধু,’ ‘বেলা শেষে ফিরে এসে,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank