সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্টার সিনেপ্লেক্স খুলছে ২৩ অক্টোবর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৮:৫৯, ১৪ অক্টোবর ২০২০

১০৭৩

স্টার সিনেপ্লেক্স খুলছে ২৩ অক্টোবর

২৩ অক্টোবর খুলছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স। তবে এর আগেই, সরকারের নির্দেশনায় সারাদেশের সিনেমা হলগুলো খুলবে ১৬ অক্টোবর। স্টার সিনেপ্লেক্স বলছে, তারা নির্ধারিত তারিখের সাত দিন পর দর্শকের জন্য খুলে দেবেন তাদের হলগুলো। দেরি করে খোলার কারণ হিসেবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, দর্শক আর নিজেদের কর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
 
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার জন্য তাদের অনেক কর্মী ঢাকার বাইরে ছিলেন। সিনেপ্লেক্স খোলার সংবাদে তারা ঢাকা এসেছেন। এখন তাদের করোনা টেস্ট এবং প্রয়োজন সাপেক্ষে কোয়ারেন্টাইনে রাখা হবে। এসব কারণে কিছুটা দেরি হবে খুলতে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, তারা বরাবরই হলের পরিচ্ছন্ন পরিস্কার রাখার ব্যাপারে সচেষ্ট। তারা স্বাস্থ্যবিধির শতভাগ মেনে সিনেমা হলের কার্যক্রম পরিচালনা করবেন। দূরত্ব বজায় রাখার জন্য ধারণক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টার সিনেপ্লেক্স রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ২০০৪ সালে। বর্তমানে বসুন্ধরা শপিং মলের পাশাপাশি ঝিগাতলার সীমান্ত স্কয়ার, মহাখালীর এসকেএস টাওয়ারে দুটি শাখা আছে। মিরপুরে আরেকটি শাখা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank