হর্ষবর্ধন রানে: ডেলিভারি বয় থেকে তাপসী পান্নুকে চুমু!
হর্ষবর্ধন রানে: ডেলিভারি বয় থেকে তাপসী পান্নুকে চুমু!
নেটফ্লিক্সের ‘হাসিন দিলরুবা’ ছবিটি দেখেছেন আর হর্ষবর্ধন রানের অভিনয়ে মুগ্ধ হননি এমন মানুষ কমই আছেন। ছবিতে তাপসী পান্নু ও বিক্রান্ত মেসির সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন এই অভিনেতা। সে হর্ষবর্ধন কিনা একসময় ছিলেন ডেলিভারি বয়!
তাপসী পান্নু একটি সাক্ষাৎকারে বলেছেন, " ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় লজ্জা পাচ্ছিলেন দুই অভিনেতাই। এত ভালো অভিনেতা দু'জনেই। কাজ করে আমি মুগ্ধ।" হর্ষবর্ধনের আলাদা করে প্রশংসা করেন তাপসী পান্নু।
কিন্তু ২০০৪ সালে এমন ছিল না হর্ষবর্ধনের ভাগ্য। সে সময় তিনি ডেলিভারি বয় হিসেবে একটি সংস্থাতে চাকরি করতেন। একবার একটি শ্যুটিংয়ে তিনিই জন আব্রাহামকে একটি হেলমেট ডেলিভার করেছিলেন। আজ তিনিই জনের ছবির নায়ক। জন আব্রাহাম একটি ছবি প্রোডিউস করছেন যেখানে হর্ষবর্ধনকে দেখা যাবে নায়কের চরিত্রে।
একটি ইন্টারভিউতে হর্ষবর্ধন জানিয়েছেন, " আমি বিশ্বাস করতে পারছি না জন স্যর আমার ছবির প্রোডিউসার। তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমার ভয় করে।" হর্ষবর্ধন জানান, " ২০০৪ সালে স্যরকে আমি একটি হেলমেট ডেলিভারি করতে এসেছিলাম। সে সময় দূর থেকে তাঁকে দেখি। আমি স্বপ্ন দেখতাম নায়ক হওয়ার। জন স্যরের মতো করে নিজেকে দেখতে চাইতাম। আমি তার ভক্ত প্রথম থেকেই। এর পর এতগুলো বছর অনেক কষ্ট করে আজ সেই বলিউডেই আমি কাজ করছি। আর ভাগ্যের ফেরে জন স্যরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। স্যরের ছবিতেই আমি নায়কের ভূমিকায় অভিনয় করব। ”
তিনি আরও জানান, " জন স্যর আমাকে বার বার বলেছেন, আমি যেন তাকে স্যর বলে না ডাকি। কিন্তু আমি কিছুতেই পারি না। স্যরকে দেখলেই আমার ২০০৮ সালের স্মৃতি মনে পড়ে যায়। উনি আমার কাছে গোটা জীবন স্যর থাকবেন।"
হর্ষবর্ধন প্রমাণ করেছেন তিনি কতটা দক্ষ অভিনেতা। সেই সঙ্গে ইচ্ছে শক্তি আর চেষ্টা থাকলে মানুষ পারে না এমন কোনও কাজ নেই। তা তিনি প্রমাণ করেছেন। জন আব্রাহামের হাত ধরেই বলিউড পেতে চলেছে নতুন এক রাফ অ্যান্ড টাফ হিরো হর্ষবর্ধনকে।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!