রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লিমনের গল্পে নাটক পরিচালনায় অভিনেতা নিকুল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২০:৩১, ৪ জুলাই ২০২১

৭৬৭

লিমনের গল্পে নাটক পরিচালনায় অভিনেতা নিকুল

`নুরুলের শেষের কবিতা` নাটকের দৃশ্যে অর্ষা ও বর্ষণ
`নুরুলের শেষের কবিতা` নাটকের দৃশ্যে অর্ষা ও বর্ষণ

অভিনেতা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন নিকুল মন্ডল। নানামাত্রিক অভিনয় দিয়ে দর্শকদের অভিভূত করেছেন। দেখা দিয়েছেন 'দেবী'র মতো সিনেমাতেও। এবার তিনি হাজির নতুন পরিচয়ে। 

নাটক নির্মাণ করলেন নিকুল মন্ডল। নাম 'নুরুলের শেষের কবিতা'। এ নাটকটি রচনা করেছেন সাংবাদিক লিমন আহমেদ। 

নাটকটিতে এক কবির নিরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে৷ যেখানে দেখা যায় প্রেমিকা কবিতার জন্য তার কবি হয়ে ওঠা। সেই প্রেমিকাকে হারানোর শোক বুক বয়ে বেড়ান তিনি। 

নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন 'ঊনপঞ্চাশ বাতাস'খ্যাত তারকা ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে লাক্স তারকা নাজিয়া হক অর্ষাকে৷ 

এছাড়াও নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার হোচিমিন।

নাটকটির জন্য একটি গান লিখেছেন এ প্রজন্মের জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। অনুরুদ্ধ সুরের সুরে সুমন কল্যাণের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর। 

নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এপি শুভ। এর ডিওপি হিসেবে ছিলেন সুমন হোসাইন। 

'নুরুলের শেষের কবিতা' নাটক প্রসঙ্গে নিকুল মন্ডল বলেন, 'এ নাটক দিয়ে আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এ কাজটির সঙ্গে। সবার ভালোবাসা নিয়ে পরিচালনায় নিয়মিত হতে চাই।'

শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank