বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৭৮ এ অমিতাভ

বিনোদন ডেস্ক

১২:৩১, ১১ অক্টোবর ২০২০

১২০১

৭৮ এ অমিতাভ

তিনি তারকাদের তারকা। বলিউড কিংবা ভারত ছাপিয়ে তার পরিচিতি বিশ্বজুড়ে। তাকে মনে করা হয় ভারতীয় সিনেমার ব্র্যান্ড এম্বাসেডর। তিনি জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন। আজ (১১ অক্টোবর) পা রাখলেন জীবনের ৭৮তম বসন্তে।

বয়স যে শুধুই একটি সংখ্যা মাত্র তা প্রমাণ করেছেন এই চির তরুণ তারকা। বয়সের ভার তাকে কাবু করতে পারেনি। জীবনের ৭৮তম বছরে পা রাখার আগেও তাই মধ্যরাত পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন কাজে। করেছেন কৌন বনেগা ক্রোড়পতি রিয়েলিটি শোয়ের শুটিং।

বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব অমিতাভকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন তার কোটি ভক্ত-অনুরাগী। তিনিও শুভেচ্ছার জবাব দিচ্ছেন সমানতালে। তবে জন্মদিনের দিন তিনি তার বাংলোর বারান্দায় এসে হাত নাড়েন সমবেত ভক্তদের উদ্দেশ্যে। তবে করোনার আবহে এবার তিনি পুরনো প্রথা মানবেন নাকি ভাঙ্গবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের এলাহাবাদে জন্ম নেওয়া অমিতাভ বচ্চন দিনে দিনে হয়ে উঠেছেন ভারতীয় সিনেমার এক অপ্রতিদ্ব›দ্বী নাম। তাকে বলা হয় বলিউডের শাহেনশাহ।

ভারত রতœ বাদে ভারতের সম্ভাব্য সব পুরস্কার আছে তার ঝুলিতে। পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান। তবে তারচেয়েও বেশি যা তিনি পেয়েছে তা হচ্ছে অসংখ্য মানুষের ভালোবাসা। 

শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank