শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গীতিকবি লাবুর কথায় ‘প্রেমে পড়া বারণ’খ্যাত লগ্নজিতা-রণজয়

বিনোদন রিপোর্টার

১৬:৫৩, ২০ জানুয়ারি ২০২১

১৩৪৬

গীতিকবি লাবুর কথায় ‘প্রেমে পড়া বারণ’খ্যাত লগ্নজিতা-রণজয়

২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় আলোচিত ছবি ‘সোয়েটার’। এর ‘প্রেমে পড়া বারণ’ নামের গানটি ভারত ছাপিয়ে বাংলাদেশিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। রণজয় ভট্টাচার্যের সুরে এটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। 

তিনি এবার গাইলেন বাংলাদেশি গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায়। শিরোনাম ‘ভালোবাসি তোমায়’। এতে সুর করছেন রণজয়ই।

শ্রুতিমধুর এই প্রেমের গান রেকর্ডিং গত মাসে কলকাতার বিখ্যাত সনিক সলিউশন স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গীতিকার লাবু জানান, আগামী ১ ফেব্রুয়ারি এটি বাংলাদেশের শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে রিলিজ পাবে।

লগ্নজিতা ক’বছর আগে ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে দুই বাংলাতেই ব্যাপক পরিচিতি লাভ করেন। সাম্প্রতিককালে রণজয়ের সুর করা ‘সোয়েটার’ চলচ্চিত্রের ‘প্রেমে পড়া বারণ’ সেই পরিচিতি ছাড়িয়ে যায়। পশ্চিম বাংলায় তাদের বর্তমানে সফল জুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তারাই এবার গাইলেন লাবুর কথায়। এই গীতিকার বলেন, ‘তোমায় ভালোবাসি’ নিরেট প্রেমের গান। মনে হয়েছে গানটি এই জুটির সঙ্গে সবচেয়ে ভালো যাবে। তাই সময় নিয়ে কাজটি করা।

এর আগে লাবুর লেখা গান প্রকাশিত হয় ২০১৮ সালে ‘চেতনার ঝংকার’ নামের অ্যালবামে। সেখানে বাপ্পা মজুমদার ‘ছোটবেলার বন্ধু আমার’ এবং কলকাতার শুভংকর পাণ্ডা ‘বাংলাদেশ’ নামে কণ্ঠ দিয়েছিলেন।

গীতিকার লাবু একাধারে একজন কৃষিবিদ, কলামিস্ট ও রাজনীতিক। কৃষিতে বঙ্গবন্ধু পদক পেয়েছেন ২০১৮ সালে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank