শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউ উইল নেভার ওয়াক অ্যালোন শিল্পীর মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:৩৯, ৪ জানুয়ারি ২০২১

আপডেট: ১২:৪৬, ৪ জানুয়ারি ২০২১

৭১৯

ইউ উইল নেভার ওয়াক অ্যালোন শিল্পীর মৃত্যু

১৯৬৩ সালে ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানটি গান গেরি মার্সডেন। গানটি এতটাই জনপ্রিয় হয় যে ইংল্যান্ড এর জনপ্রিয় ক্লাব লিভারপুলের থিম সং হয়ে যায় গানটি। এখনও যখন সালাহ-মানেরা মাঠে নামেন এই গানটি বাজানো হয় অ্যানফিল্ডে।

রবিবার (৩ জানুয়ারি) মারা গেছেন এই শিল্পী। মৃত্যুর আগে কিছুটা খারাপ লাগছে বলে জানিয়েছিলেন ৭৮ বছর বয়সি গেরি। তবে শিল্পীর করোনা নেগেটিভ ছিল বলে জানিয়েছে তার পরিবার।

৭০ এর দশকে দেশটিতে যত ব্যান্ডদল ছিল তাদের মাঝে অন্যতম ছিল গেরি মার্সডেন ও তার দল। ১৯৬৩ সালেই শীর্ষ গানের তালিকায় সেরা তিনটিই ছিল তাদের। 
ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় আরেক গান ‘ফেরি ক্রস দ্য মার্সি’ বের হয় ১৯৬৪ সালে। এই গানটিও গেরির লেখা। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিভারপুলও। ক্লাবের টুইটারে বলা হয়, গেরি মার্সডেনের মৃত্যুর খবর শুনে আমরা শোকাহত। গেরির লেখা প্রতিটি শব্দ আমাদের মনে গেঁথে থাকবে। ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। 
 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank