দেশে পৌঁছেছে শাফিন আহমেদের মরদেহ
দেশে পৌঁছেছে শাফিন আহমেদের মরদেহ
আমেরিকার ভার্জিনিয়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আজ সোমবার (২৯ জুলাই) দেশে পৌঁছেছে জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ।
শাফিন আহমেদের মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাও ছিল বড় ভাই হামিন আহমেদের। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি তার।
এ প্রসঙ্গে হামিন সংবাদমাধ্যমে জানান, সোমবার (২৯ জুলাই) বিকেলে শাফিনের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
জনপ্রিয় এ ব্যান্ড তারকার জানাজা, দাফন ও কুলখানির সম্ভাব্য ব্যবস্থাগুলো নিম্নরূপ-
১. জানাজা: জানাজার নামাজ আগামী মঙ্গলবার (৩০ জুলাই, বাদ যোহর আজাদ মসজিদ, গুলশান ২)-এ অনুষ্ঠিত হবে।
২. দাফন: জানাজার পরপরই বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে সংগীতশিল্পীর।
৩. কুলখানি: আগামী শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে অনুষ্ঠিত হবে শিল্পীর কুলখানি।
শাফিন আহমেদের পরিবার ও প্রিয়জনেরা সকলের কাছে প্রয়াত শাফিন আহমেদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। অনুরোধ করেছেন জানাজা ও কুলখানিতে উপস্থিত থাকার।
প্রসঙ্গত, আশি ও নব্বইয়ের দশকে দর্শকহৃদয়ে তুমুল জনপ্রিয়তা পায় শাফিন আহমেদরে গান। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার প্রভৃতি।
আরও পড়ুন
জনপ্রিয়
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!