সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পণ্ডিত অজয় চক্রবর্তী হাসপাতালে ভর্তি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২১:০৪, ৮ মার্চ ২০২৪

আপডেট: ২১:০৬, ৮ মার্চ ২০২৪

৩৭৩

পণ্ডিত অজয় চক্রবর্তী হাসপাতালে ভর্তি

উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমি এখন হাসপাতালেই আছি। সবাইকে জানাতে চাই, চিন্তার কোনো কারণ নেই। সাধারণ চেকআপ করা হবে। বাবা এমনিতে ঠিক আছেন।’ 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি হন অজয় চক্রবর্তী। তার তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গিয়েছে। এ সংগীতশিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় অজয় চক্রবর্তীকে। পদ্মশ্রী পুরস্কার (২০১১), দিল্লির সংগীত নাটক আকাদেমি পুরস্কার (২০০০), জাতীয় পুরস্কার কুমার গৌরবসহ (১৯৯৩) নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank