সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একুশের গানে কণ্ঠ দিলেন নচিকেতা ও শম্পা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২২:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

৪৮৩

একুশের গানে কণ্ঠ দিলেন নচিকেতা ও শম্পা

একুশের গানে কণ্ঠ দিলেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও সাঈদা শম্পা। গানের শিরোনাম ‘একটা একুশ লাগে’। আসন্ন ২১ শে ফেব্রুয়ারিতে গানটি প্রকাশিত হবে। 

‘একটা একুশ লাগে’ গানের কথা লিখেছেন গোলাম মোর্শেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ। গানটি প্রকাশ হবে গান জানালা ইউটিউব চ্যানেলে। 

এ প্রসঙ্গে গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘একুশ আমাদের অহংকার। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই এ গানের কথাগুলো সাজিয়েছি। নচিকেতার কণ্ঠে গানটি যেন প্রাণ পেয়েছে। তার সঙ্গে শম্পার কণ্ঠের আবেদন অন্যরকম মাত্রা যােগ করেছে।’ 

কণ্ঠশিল্পী শম্পা বলেন, ‘নচিকেতা দাদা আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। জীবনমুখী গানের জন্য তিনি সব সময় এগিয়ে থাকেন। আমাদের দুজনের এ গানটি একুশের প্রতি ভালোবাসা থেকেই করেছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।'   

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank