শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিণের আদলে মিউজিক ভিডিওতে আঁচল

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:৩১, ১২ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৪:১৯, ১২ জানুয়ারি ২০২৪

৫২৭

দক্ষিণের আদলে মিউজিক ভিডিওতে আঁচল

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। ‘ভুল’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় তার অভিষেক হয়। তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয় হয়েছে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি সিনেমা।

এদিকে, নতুন বছরে নতুনভাবে হাজির হয়েছেন আঁচল। সঙ্গীতশিল্পী সৈয়দ অমি’র ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়েছেন আঁচল। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন অমি নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন এ এন ফরহাদ। কক্সবাজার শুটকি পল্লীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটিতে আরো ছিলেন চলচ্চিত্র অভিনেতা সীমান্ত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে আঁচল বলেন, দক্ষিণের আদলে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এই লোকেশনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও চিত্রায়ণ হয়েছে। এটি ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এতে দর্শক সিনেমার স্বাদ পাবে, সিনেমার আদলে ভিডিওটি তৈরি হয়েছে। 

নতুন গান নিয়ে অমি বলেন, এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে অসাধারণ একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে। দর্শক গানটি শোনার পাশাপাশি ভিডিও দেখেও আরাম পাবে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank