ইউসুফের সুরে ঝিলিকের গান
ইউসুফের সুরে ঝিলিকের গান
কিছুদিন আগে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার হয়েছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খান। সম্প্রতি রাষ্ট্রীয় এ সম্প্রচার কেন্দ্রের জন্য তৈরি করা প্রথম গানের সুর করেছেন তিনি। আর এ গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ঝিলিক।
গানের শিরোনাম ‘মন বলে কিছু নেই’। এটি লিখেছেন আহসান হাবিব বাপ্পী। এরই মধ্যে গানটির পুরো কাজ শেষ করে বেতারে জমা দিয়েছেন ইউসুফ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ বেতার এবং আমার কাজের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার ওপর আস্থা রাখার জন্য। বেতারের জন্য প্রথম সুর করা আমার জন্য ছিল একটি বেশিই চ্যালেঞ্জিং।
এটি একটি দ্বৈত গান, তাই সহশিল্পী নির্বাচনে একটু বেশিই সচেতন ছিলাম। ঝিলিক যেহেতু এর আগেও আমার সঙ্গে দ্বৈত গান করেছে এবং তার সম্পর্কে আমি বেশ ভালোভাবেই জানি, তাই বেতারের গানেও সহশিল্পী হিসাবে তাকে নিয়েই গানটি করেছি।
গানটি যারাই শুনেছেন তারাই বেশ ভালো বলেছেন।’ ঝিলিক বলেন, ‘ইউসুফ ভাই বাংলাদেশের এ প্রজন্মের একজন মেধাবী শিল্পী। এর আগেও তার সঙ্গে গান করেছি। এবার বেতারে তার সুরে গান করেছি। গানটির সুর কী যে অদ্ভুত সুন্দর তা বলে বুঝানোর মতো নয়। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ গানটি এরই মধ্যে বাংলাদেশ বেতারে প্রচার শুরু হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!