বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫ || ২৩ মাঘ ১৪৩১ || ০৪ শা'বান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পারভিন লিসার কন্ঠে মৌলিক গান ওরে জীবন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:২২, ২১ আগস্ট ২০২৩

আপডেট: ১৫:২৩, ২১ আগস্ট ২০২৩

৬১৩

পারভিন লিসার কন্ঠে মৌলিক গান ওরে জীবন

গত দশ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত বিভাগের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী পারভিন লিসা। বিটিভিতে  নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে দর্শক ও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন এই কণ্ঠশিল্পী । এবার তিনি দর্শকশ্রোতাদের একটি মৌলিক গান উপহার দিতে যাচ্ছেন। 

'ওরে জীবন' শিরোনামে গানটির কথা ও সুর করেছেন পলাশ লোহ, মিউজিক কম্পোজিশন করেছেন বেলাল হোসেন চঞ্চল, ভিডিও ডিরেকশন দিয়েছেন খলিল শেখ। গানটি আসছে পারভিন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন গান প্রসঙ্গে পারভিন লিসা বলেন,  'আমি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছি। বাবার কাছ থেকে আমার গানের হাতেখড়ি। এরপর গানের প্রথম শিক্ষক ছিলেন চৈত্রী বসাক। আমার গানের শিক্ষক ছিলেন সাধনা ইয়াসমিন ও কাজী দেলোয়ার হোসেন। এখন গানের চর্চা করছি গুরুজি শফি মন্ডলের কাছে। ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত বিভাগে তালিকাভুক্ত হই। তখন থেকেই নিয়মিত বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গাই। লোক গানের পাশাপাশি গাইতে ভাল লাগে নজরুল সঙ্গীত ও আধুনিক গান। এছাড়াও বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামসহ বিভিন্ন গানের প্রোগ্রামে নিয়মিত কাজ করছি।' 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank