সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রধানমন্ত্রীর জন্মদিনের গান ‘আলোকবর্তিকা‘

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২০:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২২

১২৩৬

প্রধানমন্ত্রীর জন্মদিনের গান ‘আলোকবর্তিকা‘

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে তৈরি হলো গান। ‘আলোকবর্তিকা‘ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান ও পরাণ ছবির চলো নিরালায় খ্যাত গায়িকা আতিয়া আনিশা। সুজন হাজং এর লেখা গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত করেছেন শোভন রায়।

ইতিমধ্যেই গানটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়।

তুমি নদীর মত ছুটে চলা যেন এক নদী/ তুমি বাঙালির পাল তোলা নৌকায় বয়ে যাও নিরবধি- এমন কথার গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। তাঁকে নিয়ে আমার লেখা "আলোকবর্তিকা" শিরোনামের এই গানটির মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন একটি আশার আলো খুঁজে পাবে।‘

বেলাল খান বলেন, ‘গানের কথা খুব হৃদয়স্পর্শী ও নান্দনিক। প্রধানমন্ত্রীর জীবন-সংগ্রাম, ট্রাজেডি, নেতৃত্ব, অর্জন ও সাফল্য নিয়ে এরকম একটি গানে সুর ও কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। আশা করি গানটি গণমানুষের মনে একটি ভিন্নধর্মী আবেদন তৈরি করবে।‘

আতিয়া আনিশা বলেন, ‘গানের কথা ও সুর চমৎকার, কাব্যিক ও শ্রæতিমধুর। নিজের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোকবর্তিকা শিরোনামের গানটি গাইতে পেরে খুব ভাল লাগছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।‘ 

গানটি ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank