বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৮ শিল্পী মিলে গাইলেন ‘এলো খুশির ঈদ’

নিউজ ডেস্ক

০৭:২৬, ৩ মে ২০২২

আপডেট: ১১:২৩, ৩ মে ২০২২

১২৮০

২৮ শিল্পী মিলে গাইলেন ‘এলো খুশির ঈদ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ দিয়েই শুরু হয় ঈদ-উল ফিতর। ঈদের চাঁদ দেখার পরপরই গানটি বেজে ওঠে বিভিন্ন মাধ্যমে। আর এই গান না শুনলে যেনো ঈদই শুরু করা যায়না। নানা কণ্ঠে ও ভিন্ন আয়োজনে গানটি গেয়েছেন অনেক শিল্পী।

এবারও তেমনই এক ভিন্ন আয়োজনে গানটি গাওয়া হলো চাঁদরাতে। গানটি নতুন করে গেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) শিল্পীরা।

গানটির নতুন সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও নির্মাণ ও সম্পাদন করেছেন মিথুন দেবনাথ। ক্যামেরায় ছিলেন মহি শান্ত। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন পিকলু চৌধুরী।

গানচিত্রটি ২ মে সন্ধ্যায় উন্মুক্ত হলো ডুফা টিভি নামের ইউটিউব চ্যানেলে।

প্রযোজক পিকলু চৌধুরী জানান, ‘আমরা চেষ্টা করেছি গানটির কথা-সুর ঠিক রেখে একটু ভিন্ন কিছু করতে।’

১৯৩১ সালে গানটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় প্রথম রেকর্ড হয়। দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে গ্রামোফোন কোম্পানি এই রেকর্ড প্রকাশ করে। এরপর থেকে গানটি কতো হাজারবার রেকর্ড হয়েছে নানা কণ্ঠে- সেই হিসাব আর নেই। তারই সর্বশেষ সংযোজন ঘটলো ডুফা শিল্পীদের মাধ্যমে।

গানটি শুনুন এখানে...

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank